২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রতিহিংসার পরিবর্তে দেশে সুষ্ঠু রাজনীতির চর্চা করতে হবে : শিশির মনির

প্রতিহিংসার পরিবর্তে দেশে সুষ্ঠু রাজনীতির চর্চা করতে হবে : শিশির মনির - ছবি : নয়া দিগন্ত

প্রতিহিংসার পরিবর্তে দেশে সুষ্ঠু রাজনীতির চর্চা করতে হবে বলে মন্তব্য করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির বলেছেন, বাংলাদেশের জনগণ প্রতিহিংসা আর বৈষম্যের রাজনীতি দেখতে চায় না।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজারে অনুষ্ঠিত এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতে রাজনীতি ছিল রাজার নীতি। যারা রাজনীতি করত মানুষ তাদেরকে শ্রদ্ধা করত। বর্তমানে রাজনীতির সংজ্ঞা যদি হয় প্রতিপক্ষ ক্ষমতায় এলে বাড়িঘরে থাকতে পারবে না, নিজের দেশে থাকতে পারবে না। একে অন্যের মসজিদ, মন্দির ভাঙবে। চুরি-ডাকাতি, উন্নয়ন বরাদ্দের টাকা মেরে খাবে। এগুলো যদি হয় রাজনীতি তবে এই রাজনীতির এ সংজ্ঞা পরিবর্তন করতে হবে।

শিশির মনির আরো বলেন, মানুষের ক্ষতি করা, মামলা দিয়ে হয়রানি করা কখনো রাজনীতি হতে পারে না। রাজনীতি হবে মানুষের উপকার সম্প্রীতির জন্য। সুতরাং প্রতিহিংসা ও নেতিবাচক রাজনীতির পরিবর্তে বাংলাদেশের জনগণের কল্যাণে আগামী দিনে সুষ্ঠু রাজনীতির চর্চা করতে হবে। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বৈষম্যের পরিবর্তন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে।

সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে বিশাল সমাবেশে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, শাল্লা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন, আটগাও ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান, চরনারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রতন কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নলিনী দাস, রাজনীতিক আব্দুল আউয়াল, নুরে আলম সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা জুনাইদ আল হাবিব, রেজাউল ইসলাম, ছাত্রনেতা মনিরুজ্জামান পিয়াস প্রমুখ।


আরো সংবাদ



premium cement
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ইউক্রেনকে স্থলমাইন সরবরাহের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের

সকল