মৌলভীবাজারের হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
- মৌলভীবাজার প্রতিনিধি
- ০৮ আগস্ট ২০২৪, ১৯:০৯
মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের শ্রেণিপেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টায় শহরের সেন্ট্রাল রোডের ওয়েস্টার্ন প্লাজার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী। অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো: ইয়ামির আলী।
বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আলা উদ্দিন শাহ, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো: ফখরুল ইসলাম, জেলা ইউনিট সেক্রেটারি আব্দুল কুদ্দুস নোমান পৌর সেক্রেটারি মোরশেদ আহমদ চৌধুরী, পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন, ছাত্রশিবির শহর সেক্রেটারি মাসুদ রানা তুহিন ও ব্যবসায়ী মুক্তাদির হোসাইন।
সম্প্রীতির বন্ধনে মিলেমিশে পরস্পরে আমাদের এ জেলাকে সুন্দরভাবে গড়ে তুলি ও নিরাপদ রাখি এ আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মণবীর রায় মঞ্জু, পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি আশু রঞ্জন দাস, সদস্য সচিব মহিম দে মধু, রামকৃষ্ণ সেবাশ্রম সভাপতি ও জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ দেব, জেলা সহ-সভাপতি অধ্যাপক দেব্যতাষ সিংহ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রাম গোপাল রায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিনয় ভূষণ রায়, শ্রী শ্রী কালীবাড়ি কদমহাটা কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দেব, পৌর শাখার সভাপতি শ্রীকান্ত সূত্রধর, সদর উপজেলা সদস্য সচিব শ্যামল কান্তি দাস, শ্রী চন্দন রায়, অবিনাশ চন্দ্র দাস, রমাকান্ত সূত্রধর, কৃষ্ণপদ দাস, রানা দাস, সুবিনয় পাল, শ্রীকান্ত সূত্রধর, চিন্ময় ধর, অপূর্ব শান্তি দেব রায়, প্রাণ গোপাল রায় ও মানিক লাল মজুমদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তা কোনোভাবেই আমাদের প্রত্যাশিত নয়। চলমান পরিস্থিতি সামনে রেখেই জাতির উদ্দেশে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। আমরা এ দেশেই জন্মগ্রহণ করেছি। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা এই দেশের গর্বিত নাগরিক। নাগরিক হিসেবেই আমাদের প্রত্যেকের মর্যাদা অধিকার সমান। সুতরাং আমাদের এই দৃষ্টিকোন থেকে ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, আপনাদেরকে নিয়ে আমাদের চিন্তা ছিল যে যারা নেতৃবৃন্দ আছেন তাদের বাসা বাড়িতে যাব। তারপর আপনাদের পরামর্শের মাধ্যমে আজকের এই বৈঠক আয়োজন করা হয়। আপনারা কষ্ট করে এসেছেন ও আমাদের সময় দিয়েছেন এজন্য আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। মতবিনিময় সভা শেষে জেলা নেতৃবৃন্দ কালি মন্দির পরিদর্শন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা