সুনামগঞ্জে মন্দির পাহারায় ছাত্রশিবির
- সোহেল মিয়া (সুনামগঞ্জ)
- ০৬ আগস্ট ২০২৪, ১২:৫৮
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়ি, ধর্মীয় উপাসনালয় নিরাপদ রাখতে রাতভর পাহারা দিতে দেখা গেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের।
সোমবার সন্ধ্যার পর থেকেই ছাত্রশিবিরের নেতাকর্মীরা সুনামগঞ্জের বিভিন্ন মন্দির ও উপসনালয়গুলোর ওপর নজর রাখে ও সংখ্যালঘুদের সাথে যোগাযোগ করে নিরাপত্তা আস্বস্ত করে।
সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান পিয়াসের দিকনির্দেশনায় ওই উদ্যোগ নিয়েছেন বলে জেলা সেক্রেটারি মেহেদী হাসান তুহিন নয়া দিগন্তকে নিশ্চিত করেন।
জেলা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, সোমবার এশার নামাজের পর থেকে শিবিরের নেতাকর্মীরা সুনামগঞ্জের মন্দিরগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করে। যদিও সুনামগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিবিরের জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস বলেন, ‘সুনামগঞ্জ সাম্প্রদায়িক সহাবস্থানের শহর। এই শহরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করার নজির রয়েছে।’
তিনি আরো বলেন, ‘হিন্দুরাও আমাদের ভাই-বোন। তাই তাদের নিরাপত্তা ও তাদের জানমাল রক্ষা করতে মন্দিরের সামনে আমরা অবস্থান নিয়েছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা