২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে পুলিশ-আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে - ছবি - ইউএনবি

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

আহতদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে সংঘর্ষে কোনো হতাহত বা গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেনি পুলিশ।

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রোববার বেলা ১১টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা প্রধান সড়ক ছেড়ে আশপাশের গলিতে অবস্থান নেয়। কিন্তু কিছুক্ষণ পর তারা আবার কোর্ট পয়েন্টে চলে আসে। আপাতত সেখানেই অবস্থান করছে আন্দোলনকারীরা।

সরকারের পদত্যাগের দাবিতে আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলন শুরু হয়েছে।

কোর্ট পয়েন্ট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে। আন্দোলনকারীরা অবস্থান নেয়ার আগেই ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয়।

এদিকে সিলেট নগরীতে অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল করলেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে শহরের শপিংমলগুলো।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক

সকল