সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ
- জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
- ০৪ আগস্ট ২০২৪, ১৩:১৩
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা দাবি কর্মসূচি চলাকালে পুলিশের সাথে ছাত্র-জনতার সংঘর্ষের খবর পাওয়া গছে।
রোববার (৪ আগস্ট) একের পর এক মিছিল নিয়ে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় নগরীতে ছাত্র-জনতার ঢল নামে। লোকে লোকারণ্য হয়ে পড়ে নগরীর কোর্ট পয়েন্টে এলাকাসহ আশপাশের এলাকা।
শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান চলে রোবার বেলা ১১টা থেকে ১২টার পর্যন্ত। ১২টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে পুলিশ। উত্তপ্ত হয়ে পড়ে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষে হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।
এদিকে নগরীর কোর্ট পয়েন্টে শুরু হওয়া সংঘর্ষে নগরীর জিন্দাবাজার, সোবহানীঘাটসহ এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের গুলির মধ্যে টিকতে না পেরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও কিছু সময় পর ফের জমায়েত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা