২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে মিছিলে বাধা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ

- ছবি : সংগৃহীত

সিলেটে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি মিছিলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

মিছিলের আগে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইটে জমায়েত হয় এবং প্রায় এক ঘণ্টা অবস্থান করে। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা মিছিল বা পদযাত্রা নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেয়।

প্রায় দুই কিলোমিটারের মতো আসার পর সুবিদবাজার এলাকায় পুলিশ মিছিলটি আটকে দেয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে মিছিলকারীরা বাধা উপেক্ষা করে অগ্রসর হতে থাকলে পুলিশ টিয়ারশেল বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে একং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপরও শিক্ষার্থীরা অনেকে বিচ্ছিন্নভাবে কোট পয়েন্টের দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement