২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শাবিপ্রবি ও জাহাঙ্গীরনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

- ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

সিলেটের স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সোমবার বিকেল ৩টার দিকে ক্যাম্পাসের সামনে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। এসময় তারা ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।

এসময় আশেপাশে অবস্থান নেয় পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধশতাধিক সদস্য।

এসময় তারা ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটকে রাখা এবং তাদের থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে এমন দাবিতে তারা স্লোগান দিতে থাকে।

অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে ‘জোরপূর্বক’ আন্দোলন বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করাসহ চারদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীদের অন্য দাবিগুলো হলো- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের নিঃশর্ত মুক্তি দেয়া, কেন্দ্রীয় সমন্বয়কদের উপর নৃশংস অত্যাচারের বিচার করা, শিক্ষার্থীদের হত্যার পেছনে জড়িতদের অবিলম্বে বিচার করা এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেফতার বন্ধ করা।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement