কোটা সংস্কার আন্দোলন : সিলেটে ১১ মামলায় গ্রেফতার ১৩৯
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জুলাই ২০২৪, ১৫:৪৫
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে এখন পর্যন্ত ১৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হযেছে। এদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সংঘর্ষ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট নগরীতে ১১টি মামলায় এখন পর্যন্ত ১৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলাগুলো পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে।
মামলাগুলোর মধ্যে মাত্র একটির বাদী কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) ও বাকিগুলোর বাদী পুলিশ।
সিলেটের কোতোয়ালি থানায় ছয়টি, জালালাবাদ থানায় চারটি ও দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়েছে। এগুলোতে ২৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৬ হাজার ১৫ জনকে আসামি করা হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা