সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩
- সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
- ০২ জুলাই ২০২৪, ১৪:০৩, আপডেট: ০২ জুলাই ২০২৪, ১৪:১১
সুনামগঞ্জের দোয়রাবাজারে সুরমা নদীতে খেয়ানৌকা ডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদর-আজমপুর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের নুর আলীর মেয়ে গোলজান বেগম (৭০) এবং আইন উদ্দিনের স্ত্রী ভিক্ষুক জোছনা বেগম (৩০) ও তার দেড় বছরের শিশু সন্তান (মেয়ে)। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।
জানা যায়, শিশুসহ নিখোঁজ এই তিনজন উপজেলা সদরে আজমপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকেন। বেলা ১১টার দিকে নদী পারাপারে জন্য তারা খেয়া নৌকায় উঠেন। নৌকা মাঝ নদীতে যাওয়ার পর পাহাড়ি ঢলের ঢেউয়ে হঠাৎ নৌকা ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও তারা নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অভিযান পরিচালনা করেও তাদের উদ্ধার করতে পারেনি।
দোয়রাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান ও দোয়ারাবাজার ফায়ার সার্ভিস কর্মকর্তা বিল্লাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করছে। সুনামগঞ্জ সদর থেকেও একটি ডুবুরি দল এসেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা