০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
`

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় শিশুসহ নিহত ২

- ছবি - নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় শিশুসহ দু’জন নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল তেপারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পশ্চিম পাত্রীকুল এলাকার মৃত কলিম উল্লার মেয়ে স্বামী পরিত্যক্তা পিয়ারা বেগম (৫৫) ও তার বোনের মেয়ে উপজেলার আলিশারকুল এলাকার মৃত দুদু মিয়ার শিশুকন্যা সাদিয়া আক্তার (৮)। সাদিয়া আলিশার প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ভূনবীর-মির্জাপুর সড়কের পাশ দিয়ে পিয়ারা বেগম ও তার বোনের মেয়ে সাদিয়াকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির দু’টি ট্রাক বালু আনতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে পিয়ারা বেগম ও সাদিয়া আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিয়ারা বেগম নিহত হন। এসময় তার থাকা শিশু সাদিয়া গুরুতর আহত হয়। পরে ট্রাক দু’টি পালিয়ে যায়।

পরে স্থানীরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

এদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা এবং ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখে।

রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক দু’টিকে আটক করা হয়েছে এবং ট্রাক দু’টির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ২০ সমঝোতা স্মারক ইউক্রেনে তেলের লরি ও মিনিবাসের সংঘর্ষ, শিশুসহ নিহত ১৪ হজের অবিস্মরণীয় অভিজ্ঞতা জানালেন সানিয়া মির্জা বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ৮ ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু গাজা যুদ্ধে ভারসাম্যপূর্ণ অবস্থান নেবে যুক্তরাজ্য : নতুন পররাষ্ট্রমন্ত্রী অবসরের জল্পনার মধ্যেই ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত রোনালদোর এলপিএলে একই দিনে সফলতা মোস্তাফিজ-তাসকিন-শরিফুলের রাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ, চালকদের থাকবে পোশাক

সকল