২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজনগরে বন‍্যাদুর্গত এলাকায় ইবনে সিনা হাসপাতালের ত্রাণ বিতরণ

রাজনগরে বন‍্যাদুর্গত এলাকায় ইবনে সিনা হাসপাতালের ত্রাণ বিতরণ - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের সুনামপুর গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিলেট ইবনে সিনা হাসপাতাল লিমিটেড।

রোববার (৩০ জুন) দুপুর ১২টায় ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামসুল করীম।

রাজনগর ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ইবনে সিনা হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির ডিরেক্টর অধ্যাপক আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার ইসলামীক সোসাইটির সাধারণ সম্পাদক মো: ইয়ামীর আলী, রাজনগর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবলু, ইবনে সিনার এসিস্ট্যান্ট ম্যানাজার অ্যাডমিন মাজহারুল ইসলাম মুমিন, এসিস্ট্যান্ট ম্যানাজার জহির উদ্দিন, কাস্টমার কেয়ার ম্যানাজার কয়েস-উজ্জামান, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানাজার মার্কেটিং বদরুল হক, অডিটর কামরুল হাসান, সাংবাদিক মো: আব্দুল ওয়াদুদ, আলী আহমদ, শামিম আহমদ ও শামীম আহমদ বাচ্চু প্রমুখ।

পরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সুরিখাল, কেশরপাড়া, সুনামপুর, উমরপুর, কান্দিগাও ও জোড়াপুর গ্রামের ৯০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যব্য বিতরণ করেন অতিথিরা।

পরে হাকালুকি হাওরের কুলাউড়া ও জুড়ি উপজেলায় আরো ১৬০ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয় হাসপাতালটি।


আরো সংবাদ



premium cement