কুলাউড়ায় বন্যায় ৪০ কোটি টাকার ক্ষতি : এমপি নাদেল
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ২৮ জুন ২০২৪, ১৬:৫৪
কুলাউড়া উপজেলায় ঈদের দিন রাত থেকে শুরু হওয়া বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৩ দিন হয়ে গেলেও এখনো বন্যা পানিতে রাস্তাঘাট পানির নিচে। উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকা ও কাঁচা রাস্তার। ৫০ কি.মি. পাকা রাস্তা ও ১৫০ কি.মি. কাঁচা রাস্তার ক্ষতি হয়েছে, যা মেরামত করতে ২৫ কোটি টাকা লাগবে। ৫০০০ ঘর-বড়ির ক্ষতি হয়েছে, যা মেরামত করার জন্য প্রয়োজন ১০ কোটি টাকা। ৯৪টি পুকুরের মাছ ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ কোটি টাকা। এছাড়াও ৮২০ হেক্টর কৃষি জমির ধান নষ্ট হয়েছে। সব মিলিয়ে কুলাউড়ায় বন্যায় ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদসহ প্রশাসনের কমকর্তারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা