৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ জিলহজ ১৪৪৫
`

বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ২

বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ২ - ছবি : নয়া দিগন্ত

বিয়ানীবাজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো দু’জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পৌরশহরের খাসাড়িপাড়া রোডে কুনু মিয়ার বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিক জুয়েল মিয়া (৪৫) স্থানীয় একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়াটিয়া থাকেন। তিনি নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল সিরাজের ছেলে। আহত দুই শ্রমিক হলেন উজ্জ্বল মিয়া (১৮) ও জাকির মিয়া (২৮)।

জানা জায়, সকালে পৌরশহরের খাসাড়িপাড়া রোডের কুনু মিয়ার বাড়ির সামনে তাহির অ্যান্ড সন্স-এর গুদামে ঢুকাবার জন্য বাকা লম্বা রড সোজা করতে গিয়ে অসাবধানবশত রড বিদ্যুতের প্রধান লাইনে লেগে যায়। এতে তিন শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হোন। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন এবং অপর দুজন আহত শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে প্রেরণ করেন।

বিয়ানীবাজার থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আসাদুর রহমান জানান, খাসাড়ীপাড়া রোডের কুনু মিয়ার বাড়ির সামনে রাস্তায় রড সোজা করতে গিয়ে অসাবধানবশত: বিদ্যুতের লাইনের সাথে রড লেগে একজন শ্রমিক মৃত্যুবরণ করেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement