মৌলভীবাজারে বন্যার্ত ১০০ পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উপহার বিতরণ
- মৌলভীবাজার প্রতিনিধি
- ২৬ জুন ২০২৪, ১৫:০৯
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ভুকশিমইল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে জামায়াতে ইসলামী দক্ষিণের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এ উপহার তুলে দেন।
এ সময় মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজ কল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমির জনাব শাহীন আহমেদ খান, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, ভুকশিমইল ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান, সেক্রেটারি আতিকুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।