১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি

সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি - ছবি : সংগৃহীত

সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীর গতিতে কমছে নদ-নদীর পানি। তবে এখনো বিপৎসীমার ওপরে রয়েছে সুরমা ও কুশিয়ারার তিনটি পয়েন্টের পানি। এছাড়া অন্যান্য নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীদ পয়েন্টে ২০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় বন্যাকবলিত মানুষ রয়েছেন আট লাখ তিন হাজার ৩৬৫ জন। জেলার ৭৩৪টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন ১৩ হাজার ১৫৪জন। সোমবার এ সংখ্যা ছিল ১৩ হাজার ২০৯ জন।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৬ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে নদ-নদীর পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরুর করেছেন অনেকেই। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৩ জুন থেকে শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement