২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গণমানুষের কল্যাণ ও মুক্তি জামায়াতের মূল উদ্দেশ্য : মুহাম্মদ সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, গণমানুষের কল্যাণ ও মুক্তির জন্য দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা জামায়াতের মূল উদ্দেশ্য ও লক্ষ। ওই লক্ষে পৌঁছার জন্য আমরা দীর্ঘ দিন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, রাজনীতি কোনো ভোগের বিষয় নয় বরং আর্ত-মানবতার কল্যাণের ধারণা থেকেই রাজনীতির পথচলা শুরু হয়েছে। কিন্তু রাজনীতির এক শ্রেণীর উচ্চাভিলাষী ব্যক্তিদের কারণেই আমাদের দেশের রাজনীতির লক্ষচ্যুতি ঘটেছে। রাজনীতি হারিয়ে ফেলেছে আপন গতিপথ এবং গণমুখী চরিত্র। জামায়াতে ইসলামী প্রচলিত নেতিবাচক রাজনীতির বিপরীতে কল্যাণকামী ও উৎপাদনমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন থেকে।

রোববার গোলাপগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর আমির মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী শাহিদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর নায়েবে আমির সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির, এসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement