১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকের মৃত্যু

ভারত ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

সিলেটে তামাবিল-ডাউকি সীমান্তে ভারত ভ্রমণ শেষ দেশে ফেরার পথে জুনায়েদ হোসাইন (৪৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে রাত ১২টার দিকে ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ লাশ তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

জুনায়েদ হোসাইন রাজধানীর শ্যামলীর মরহুম মো: ইকবাল হোসেনের ছেলে। তিনি বুধবার (১৯ জুন) তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে যান।

সূত্রে জানা গেছে, শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের ডাউকি ইমিগ্রেশনে কার্যক্রম সম্পন্ন করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেকপোস্টে আসার পর তিনি জানান, তার সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেয়া হয়নি। পাসপোর্টে সিল আনতে ইমিগ্রেশনে যাওয়া পথে জুনায়েদ হোসাইন বুকের ব্যথা অনুভব করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুনু মিয়া বলেন, ‘ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়টি আমাদের অবগত করে। ভারতের ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২টার দিকে জুনায়েদ হোসাইনের লাশ এবং মৃত্যুর প্রয়োজনীয় কাগজপত্র তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরো জানান, লাশ হস্তান্তরের সময় তামাবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে লাশ জুনায়েদের নিকট আত্মীয় (স্ত্রী ও বোন) ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বুঝিয়ে নেন।


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত

সকল