সিলেটে পাথরবাহী ট্রাক থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জুন ২০২৪, ১১:২৯, আপডেট: ২২ জুন ২০২৪, ১১:৪৪
সিলেটে ট্রাকে থাকা পাথরের ভেতর থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, এ দিন বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর শিবগঞ্জের হাতিমবাগস্থ সৈয়দ হাতিম আলী মাজারের সামনে থেকে এসব চিনি জব্দ করা হয়।
গ্রেফতার মো: রাসেল আহমেদ (৩২) জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি এলাকার মো: আবুল আমিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অভিযান পরিচালনাকালে সুরমা গেইট বাইপাস এলাকায় সিয়েরা-৬৬ ডিউটি পার্টির সিগন্যাল অমান্য করে পালানোর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে গাড়িচালক রাসেল আহমেদ একেক সময় একেক ধরনের কথা বলায় সন্দেহ হলে গ্রেফতার ব্যক্তির শরীর ও ট্রাক তল্লাশি করা হয়।
তল্লাশির সময় গ্রেফতার মো: রাসেল আহমেদ ট্রাকটিতে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও ভারতীয় চিনি সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তখন একটি হলুদ রঙের ডাম্প ট্রাকে পাথরের নিচে থাকা ভারতীয় ২৪৫ বস্তা চিনি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এসব চিনির বর্তমান বাজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা।
এছাড়া গ্রেফতার মো: রাসেল আহমেদের বিরুদ্ধে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা