২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিয়ানীবাজারে আলোচিত চিনি কেলেঙ্কারিতে এবার পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

- ছবি : নয়া দিগন্ত

সিলেটের বিয়ানীবাজারে আলোচিত ট্রাকভর্তি চার শ’ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আশরাফুল আলম শাকেল (২৯) নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) বিকালে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আশরাফুল আলম শাকেল পৌর এলাকার শ্রীধরা গ্রামের মরহুম ছাইফুল আলমের ছেলে। তিনি বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি।

তবে শাকেলকে গ্রেফতার করলেও তিনি এজাহারভুক্ত আসামি নয় বলে জানায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও কল রেকর্ড ফাঁসে সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় সাকেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ট্রাকভর্তি চিনি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতার ও অবশিষ্ট ৩২০ বস্তা চিনি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, এর আগে একই মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদসহ আরো দু’জনকে আটক করে পুলিশ।


আরো সংবাদ



premium cement