বিয়ানীবাজারে বন্যার পানিতে ৯০ গ্রাম প্লাবিত
- বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা
- ১৯ জুন ২০২৪, ২১:৪৩
সিলেটজুড়ে টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। রাস্তা-ঘাট বাড়ি-ঘর পানিতে ডুবে যাওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ছুটছেন নিরাপদ আশ্রয়স্থলে। বন্যার পানিতে বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কের কয়েকটি জায়গায় পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
এছাড়া গ্রামীণ রাস্তাগুলোর বিভিন্ন জায়গায় হাঁটুপানি দেখা গেছে। বিয়ানীবাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা, কুশিয়ারা ও সুনাই নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি সময় সময় অবনতি হচ্ছে।
বিয়ানীবাজার উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বুধবার দুপুর পর্যন্ত উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার কিছু অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ৯০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় ২৫ হাজার। এখন পর্যন্ত বন্যার্থ্য মানুষের থাকার জন্য ৬৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে ১৪টি আশ্রয়কেন্দ্রে ৯৮টি পরিবার আশ্রয় নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে ২৭ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার সরেজমিনে প্রধানমন্ত্রীর দেয়া শুকনো খাবার নিয়ে মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসা ১১ পরিবারকে দেখতে যান বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এ সময় শুকনো খাবার বিতরণের পাশাপাশি তাদের খবর নেন, অসুবিধা হলে কন্ট্রোলরুমের নম্বরে যোগাযোগের জন্য বলেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, বিয়ানীবাজারের প্রায় সব ইউনিয়ন ও পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যায় যাদের ঘরবাড়ি বসবাসের অনুপোযোগী তাদেরকে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়ার কথা বলেন। এছাড়া যেকোনো সমস্যায় উপজেলা কন্ট্রোল রুমের নম্বরে অথবা সঙ্কটকালীন জাতীয় সেবা নম্বর ৩৩৩ যোগাযোগ করার অনুরোধ করেন।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, সরকারি ত্রানের ওপর নির্ভর না করে প্রতিবছর সিলেটে কেন বন্যা হয় সেই সমস্যা খুঁজে সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে বন্যার সঠিক কারণ তুলে ধরে তা নিরসনে কাজ করার আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা