২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাট কাঁপাবে ২৫ মণ ওজনের ‘জায়েদ খান’

- ছবি : নয়া দিগন্ত

এবার শায়েস্তাগঞ্জের বাজার কাঁপাতে তৈরি করা হয়েছে ২৫ মণ ওজনের ‘জায়েদ খান’কে। অতি যত্নে ও গরু পালনে দক্ষ লোক দ্বারা বিক্রির উপযুক্ত করা হয়েছে এই গরুটিকে।

শায়েস্তাগঞ্জ উপজেলার বাজারগুলোতে এখনো গরু কেনা-বেচা শুরু না হলেও আগ্রহী ক্রেতারা গরুর খামারগুলোতে যাতায়াত বৃদ্ধি করেছেন। ইতোমধ্যে খামারগুলোতে গরু দেখাশোনার পাশাপাশি চলছে পশু কেনা-বেচাও।

পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশ থাকায় পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু কেনার সুবিধা পাওয়া যাচ্ছে খামারগুলোতে। বিচিত্র নাম ও নয়নাভিরাম আকার সমৃদ্ধ গরুগুলোই এখন খামারের মূল আকর্ষণ।

শায়েস্তাগঞ্জ উপজেলার সবচেয়ে বড় গরুটির নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’। জায়েদ খানকে দেখতে ভীড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামে সুজন মিয়ার খামারে গত এক বছর যাবত পরম যত্নে লালন-পালন করা হচ্ছে শাহীওয়াল জাতের জায়েদ খানকে। তার খাদ্য তালিকায় রয়েছে ভুসি, খইল, সবুজ ঘাস ও খড়সহ পুষ্টিকর দেশীয় দানাদার খাবার। লাল রঙের ২৫ মণ ওজনের ‘জায়েদ খান’ লম্বায় ১০ ফুট ও উচ্চতা সাড়ে পাঁচ ফুট ছাড়িয়েছে। ঈদ উপলক্ষে প্রস্তুত করা জায়েদ খানের দাম হাঁকা হয়েছে পাঁচ লাখ টাকা। জায়েদ খান ছাড়াও তার খামারে বিক্রি যোগ্য ছয়টি শাহীওয়াল ও দেশী জাতের গরু রয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যে জানা গেছে, এ বছর শায়েস্তাগঞ্জ উপজেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে মোট ২৪৭৯টি। যার মধ্যে গরু ২০২১টি, ছাগল ৩৮১টি এবং ভেড়া ৭৭টি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ নাজিম উদ্দীন বলেন, ‘সুজন মিয়ার গরুটি এ বছর প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় প্রথম স্থান অর্জন করেছে। এটিই শায়েস্তাগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু। আশা করি, তিনি আশানুরূপ মূল্য পাবেন।’


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল