২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে গরু’র ট্রাক ছিনতাকালে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

সিলেটে গরু’র ট্রাক ছিনতাকালে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩ - ছবি : নয়া দিগন্ত

সিলেটে চিনি কাণ্ডের পর কিনে আনা গরু ছিনতাইকালে এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ জুন) রাত ১০টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাছ থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

তার নাম তোফাজ্জল হোসেন (২১)। তিনি তারাপুর চা বাগানের ও পীরমহল্লা এলাকার বাসিন্দা সেলিম মিয়ার ছেলে ও পশ্চিম পীর মহল্লার ছত্তার মিয়ার ছেলে নূর ইসলাম (২৪) এবং একই এলাকার আহমুদুর রহমান খোকনের ছেলে মো: উমর ফারুক সফি।
এরমধ্যে তোফাজ্জল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

জানা যায়, কোম্পানীগঞ্জ টুকরবাজার থেকে তিনটি গরু নিয়ে সিলেট মেট্রো-ন-১১-১৬৮৬ নম্বরের একটি পিকআপ এয়ারপোর্ট থানার বাইপাস এলাকায় আসামাত্র চারটি মোটরসাইকেল পিকআপের পিছু নেয়। এ সময় আটজন ছিনতাইকারী ড্রাইভারকে হুমকি দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে। ড্রাইভার কৌশলে দ্রুত গতিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশে নিয়ে এলে পরিবহন শ্রমিকরা একজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন আটক করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকালে ব্যবহৃত চাকু উমর ফারুক সফি গ্রেফতার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, চারটি মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীরা এসেছিল। থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আরো সংবাদ



premium cement