২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ধুতিকে সাদা কাফন হিসেবে ব্যবহার করতে পারেন’

- ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ চন্দ্র কর তার ব্যক্তিগত ফেসবুকে ‘ধুতিকে সাদা কাফন হিসেবে ব্যবহার করতে পারেন’ বলে উস্কানিমূলক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।

এর আগে, তার ফেসবুক থেকে নিজের ছবি ও কচ্ছপের ছবি দিয়ে ‘ঈদ উপলক্ষে...‘ লিখে পোষ্ট করেন।

জানা গেছে, সৌরভ চন্দ্র কর তার নিজস্ব ফেসবুক টাইমলাইনে রোববার পাকিস্তান বনাম ভারতের খেলাকে কেন্দ্র করে ‘সাদা ধুতি এখন কাফন হিসেবে ব্যবহার করতে পারেন’ পোস্ট করেন। তার এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ও ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে অনেকেই জানান, শান্তির জনপদ ও মুসলিম-হিন্দুরা শত বছর ধরে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সামাজিক রীতিনীতি পালন করে আসছে। এই জনপদে তিনি (সৌরভ) বিভিন্ন সময়ে ফেসবুকে ধর্ম সংক্রান্ত উস্কানিমূলক কথা বার্তা ও ইঙ্গিত প্রদর্শন করে পোস্ট করে দাঙ্গা লাগানো চেষ্টা করেন। এতে সনাতন ধর্মাবলম্বী স্থানীয় নেতারা তাকে দমাতে পারেনি।

সৌরভ চন্দ্র কর জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়ের ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

তবে, ছাত্রলীগের একাধিক কর্মী তার এমন পোস্টে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন।

সৌরভ চন্দ্র কর-এর কাছে এ বিষয়ে জানতে চেয়ে তাকে একাধিক বার কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়ায় কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মিহির সরকারের কাছে জানতে চেয়ে কল দিলে তিনি বলেন, ‘বিষয়টি খুবই নিন্দনীয় কাজ। জামালগঞ্জে আমরা সকল ধর্মের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে চলে আসছি। তাকে (সৌরভ) বলেছি দ্রুত ক্ষমা চাইতে। জেলা ছাত্রলীগ কমিটির সাথে কথা বলে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কুমার দাস বলেন, ‘আমি ছুটিতে, তবে বিষয়টি অবগত হয়েছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল