সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা
- তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ
- ০৬ জুন ২০২৪, ০৯:২৮
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের শেষ ধাপে বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার ৭৮টি কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। তিনি মোটর সাইকেল প্রতীকে ৩৬ হাজার ১৯৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বি স্মরণ পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীক নিয়ে হাফিজ ফেরদাউস রহমান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বৈদুতিক পাখা প্রতীক নিয়ে নিগার সুলতানা কেয়া।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৫৫টি কেন্দ্রের মোট ভোটে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ছেলে সাদাত মানান্ন অভি আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তার প্রাপ্ত ভোট ৪১ হাজার ৩২৮।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৮৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শান্তিগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন মাইক প্রতীক নিয়ে মোশারফ হোসেন জাকির এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন রফিকা মহির।
নব গঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে ২৭টি কেন্দ্রের মোট ভোটে মো: আব্দুর রাজ্জাক ভুঁইয়া মোটর সাইকেল প্রতীকে ১২ হাজার ৮৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো: সাঈদুর রহমান কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯১৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীক নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন হানুফা আক্তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা