২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি, তবে ভয় নেই

পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি - নয়া দিগন্ত

ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জে কয়েক দিনের বৃষ্টিতে সুরমা নদীর পানি বাড়ছে ধীরে ধীরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখনো বন্যার আশঙ্কা নেই।

তবে কৃষক ও স্থানীয় বাসিন্ধারা জানিয়েছে, এই মুহূর্তে হাওরগুলোতে পানির খুব প্রয়োজন। সময় মতো হাওরে পানি না এলে কৃষি-জমি রোপনের সময় পানির কারণে কৃষকদের নানান ঝামেলা পোহাতে হয়। সময়ে পানি এলে জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য ঠিক থাকে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, জেলার সবগুলো হাওর পানিশূন্য থাকায় পাহাড়ি ঢলের পানি হাওরে প্রবেশ করলে নদীর পানি অনেকটা কমে যাবে।

শনিবার দুপরে (১ জুন) শহরের ওয়েজখালী এলাকার বাসিন্দা রহিমুল কবির জানান, ‘এখনো তেমন পানি হয়নি। পানির বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন তো পানি আসার সময়, পানি আসবেই। এতে আমরা শঙ্কিত না।’

সংবাদকর্মী আব্দুস সামাদ আফিন্দী নাহিদ বলেন, ‘সুনামগঞ্জের হওরে এখন পানি আসা খুব প্রয়োজন। জেলায় ছোট বড় ১৩৭টি হাওর আছে। এই হাওরগুলোতে পানি প্রবেশ না করলে পরবর্তীতে কৃষিকাজের সময় কৃষকের বেশ ভোগান্তি হবে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘পাহাড়ি ঢলের কারণে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। এই পানি সুরমা নদী ও কুশিয়ারা নদী হয়ে সুনামগঞ্জে নামছে। এতে নদীর পানি কিছু বাড়বে, তবে বন্যার আশঙ্কা নেই। আমাদের হাওরগুলো এখনো শুকানো আছে, এতে পর্যাপ্ত পরিমাণ পানি ধারণ ক্ষমতা আছে। হাওরে এখন পানি প্রবেশ করলে নদীর পানি কমে যাবে। এখন জৈষ্ঠ্য মাস, ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে। এখন ভয়ের কারণ নেই।’


আরো সংবাদ



premium cement
বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ ‘আমার তাহাজ্জুদগুজার ছেলেকে কিভাবে গলাকেটে হত্যা করল ওরা’ রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী আবার লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু মিয়ানমারের জান্তার সাথে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবি জামায়াতের কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক সখীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত ভৈরবে ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সকল