০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সিলেটে ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে নিখোঁজের চার দিন পর যুবকের লাশ পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশের ধলাই নদীর মাঝে লাশ ভেসে ওঠে। পরে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৭ মে) রাত ১২টায় সাদাপাথর থেকে নৌকা দিয়ে পাথর আনতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন জুবেল নামের ওই ব্যক্তি। পরদিন সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করেও তাকে পায়নি।

জুবেল কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুজ্জামান খান জানান, ধলাই নদীতে একটি লাশ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল