২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিলিস্তিনের রাফায় গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের রাফায় গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল - ছবি : নয়া দিগন্ত

ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরাইল বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর সুরমা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিতু মিয়ার পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ বলেন, বিগত ৭ মাসে দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের ওপরে নির্বিচারে হামলা ও লুটপাট চালাচ্ছে। এই পর্যন্ত ৩৬ হাজার ভাই-বোনকে অন্যায়ভাবে হত্যা করে শহীদ করেছে। ৮১ হাজার ভাই-বোন তাদের হামলায় আহত ও পঙ্গুত্ববরণ করেছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না। এই দখলদার ইসরাইলি বাহিনী ইতিহাস আমরা সকলেই জানি, তাদের ইতিহাস অবিচারের ইতিহাস, বর্বরতার ইতিহাস। তারা মানবতার দুশমন, মানবজাতির শত্রু। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। আজ সারা পৃথিবীর ছাত্রসমাজ জেগেছে। এই ইসরাইল বাহিনীর পতন হবেই। ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ফিলিস্তিন আমাদের শিকড়, মসজিদুল আকসা মুসলমানদের ১ম কিবলা, এই কিবলা পুরো মুসলিম উম্মাহর সম্পদ। উম্মাহর সম্পদকে রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়; বরং পুরো মুসলিম উম্মাহর দায়িত্ব। অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বিশেষ অথিতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ছাত্রনেতা আব্দুর রহিম বলেন, প্রিয় বিক্ষোদ্ধ ছাত্রজনতা, আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি বিশ্বের মুসলমানদের কিবলা বায়তুল আক্বসায় কিভাবে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। শুধু বায়তুল আক্বসার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, আমার ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটা প্রকৃতার্থেই অমানবিক। আমরা দেখেছি হাসপাতালে চিকিৎসারত মানুষের ওপরও বর্বর হামলা করা হচ্ছে। রাফাহর মতো নিরাপদ নগরীতে শরনার্থীশিবিরের ওপরও বিভৎস হামলা চালানো হয়েছে। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, আমার ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে এটার প্রতিবাদে সকলকে এগিয়ে আসতে হবে। এটা শুধু ইসলামি ছাত্রশিবিরের প্রতিবাদ সমাবেশ নয়, এটা সকল দেশের,সকল মতের, সকল শ্রেণির মানুষের প্রতিবাদ। প্রতিটি দেশে কর্তাব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি, বর্বর অবৈধ ইসরাইলের সাথে জলপথ, স্থলপথ ও আকাশপথসহ সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সিলেট মহানগর কর্তৃক বিশ্বমানবতার শত্রু, মানবতার দুশমন বর্বর ইসরাইলের ফিলিস্তিনের রাফাহ শহরে গনহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। অবিলম্বে তাদের এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং সকল মানুষকে ইসরাইলের পণ্য বয়কট করতে হবে। তিনি সমগ্র মুসলিম বিশ্বের প্রতি ইসরাইলের বিরুদ্ধে ঐক্য ও তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শাবিপ্রবি সভাপতি জহির উদ্দিন শিপন, জেলা পশ্চিমের সভাপতি রায়হান আহমদ, জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান শিকদার,সুনামগঞ্জ সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমুখ।

এছাড়া মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনশক্তি নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করে সংগঠনটির সিলেট মহানগর শাখা।


আরো সংবাদ



premium cement
বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ ‘আমার তাহাজ্জুদগুজার ছেলেকে কিভাবে গলাকেটে হত্যা করল ওরা’ রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী আবার লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু মিয়ানমারের জান্তার সাথে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবি জামায়াতের কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক সখীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত ভৈরবে ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সকল