২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেট বিমানবন্দরে শিডিউল বিপর্যয়

সিলেট বিমানবন্দরে শিডিউল বিপর্যয় - সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বিকেল থেকে ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে। পাশাপাশি বিমানবন্দরে আটকা পড়ে অন্তত ৯টি ফ্লাইট।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সোমবার বিকেল থেকে সিলেট বিমানবন্দরে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের ৯টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। এর মধ্যে রয়েছে নিয়মিত উড্ডয়ন ও অবতরণ ফ্লাইট। এছাড়া রাজশাহী ও সৈয়দপুর এয়ারপোর্টে অবতরণ করতে না পেরে দুটি ফ্লাইট সিলেটে জরুরি ল্যান্ড করে। এ দুটি ফ্লাইটও আটকা পড়ে।

তাছাড়া সন্ধ্যার পর ঢাকা থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণের কথা থাকলেও অক্ষম হয়ে সেটি ঢাকায় ফিরে যায়।

সোমবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, রিমালের প্রভাবে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়া বিমানগুলো রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিল। এখন পর্যন্ত ৬টি বিভিন্ন মডেলের বিমান আমাদের গ্রাউন্ডে আছে। এর আগে মোট ৯টি বিমান আটকা ছিল।

তিনি আরো বলেন, এর মধ্যে বাংলাদেশ বিমানের ৩টি বোয়িং বিমান সিলেট বিমানবন্দর ছেড়ে গেছে। বাকিগুলো আবহাওয়ার প্রতিকূলতা শেষ হলে বিমানবন্দর ছেড়ে যাবে।


আরো সংবাদ



premium cement