গােলাপগঞ্জের পল্লীতে হামলা চালিয় যুবক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ৩৬ জনকে আসামি করে মামলা, আটক-৫
- সৈয়দ জেলওয়ার হােসন স্বপন, গােলাপগঞ্জ (সিলেট)
- ১১ মে ২০২৪, ১০:৫০, আপডেট: ১১ মে ২০২৪, ১০:৫৫
সিলেটের গােলাপগঞ্জের পল্লীতে পাওনা টাকার জের প্রতিপক্ষ সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় ও ধারালাে অস্ত্র নিয়ে হামলায় চালিয়ে জাবেদ আহমেদ (২৬) নামে এক যুবককে খুনের ঘটনায় অজ্ঞাতনামা ও ইউপি সদস্যসহ ৩৬ জনক আসামি করে নিহতের ভাই সাবল আহমেদ গােলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। উক্ত ঘটনায় পুলিশ পাঁচ আসামিক আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করেছে।
আটককৃতরা হলেন জাকির আহমেদ (৩৮), সিরাজ মিয়া (৬৫), খােকন আহমদ (৪৫), মুনা আহমদ (২০), মুমিন আহমদ (১৯)। আটককতদর বাড়ি উপজলার লক্ষণাবদ ইউপির করগাঁও এলাকায়। মামলার অন্যান্য আসামিরা হলন একই এলাকার মিটু আহমদ (৪২), জয়নাল আহমদ (৩৫), সুমন আহমদ (৪০), মানা আহমদ (২৬), মারজান আহমদ (৩২), দলায়ার হাসন (৩৫), জাহাঙ্গীর আহমদ (৩২), অলিদ আহমদ (৪০), ফরিদ আহমদ (৪৫), জামাল উদ্দিন (৫০), জয়নুল আহমদ (৪৫), রেজাউল করিম (৪৭), এমাদ আহমদ (৩৩), হাসান আহমদ (২৪), ফুরুক মিয়া (৭০), মাছুম আহমদ (৩৫), জুনদ আহমদ (৪০), মিন আহমদ (৪৮), মনজু মিয়া (৩৪), নজরুল ইসলাম (৫০) ও ঢাকা দক্ষিণ ইউপি সদস্য রাজু আহমদসহ (৩২) অজ্ঞাতনামা আরা আট থেকে ১০ জন আসামি। সকল আসামিদর বাড়ি একই থানায়।
প্রসঙ্গত, ৫ মে রোববার রাত প্রায় সাড়ে ১০ ঘটিকার সময় প্রবাসে নেয়ার পাওনা টাকার জেরে সিলেটের গােলাপগঞ্জের পল্লীতে প্রতিপক্ষের লােকজন সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় ও ধারালাে অস্ত্র নিয়ে হামলায় চালিয়ে নিজ বাড়ির পাশে করগ্রাম আদমপাড়া গ্রামের আপ্তাব আলীর ছেলে জাবেদ আহমদ, সুহেল আহমদ ও ঘরের কাজের লােক রাফি আহমদকে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাদেরকে গােলাপগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাবেদ আহমদকে মৃত ঘােষণা করেন এবং অপর আহত সুহেল আহমদ ও রাফি আহমদর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করেছেন।
জাবেদ আহমদ (২৬) যুবককে খুনের সংবাদ পেয়ে গােলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানাে হয়।
পরদিন সােমবার এশার নামাজর পর নিহত জাবেদ আহমদের নিজ এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত ঘটনায় পাঁচ আসামিক আটক করে বিজ্ঞ আদালতর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে গােলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গােলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন প্রতিপক্ষের হামলায় জাবেদ আহমদ নিহত, থানায় মামলা রুজুসহ পাঁচ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা