বানিয়াচংয়ে টমটমের সিরিয়াল নিয়ে টেটাযুদ্ধ : নিহত ৩, আহত অর্ধশতাধিক
- হবিগঞ্জ প্রতিনিধি ও বানিয়াচং সংবাদদাতা
- ০৯ মে ২০২৪, ১৭:৫৯, আপডেট: ০৯ মে ২০২৪, ১৮:০৮
হবিগঞ্জের বানিয়াচংয়ে টমটমের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহতসহ ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বানিয়াচং উপজেলার আগুয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বানিয়াচং গ্রামের শুকুর মিয়ার ছেলে কাদির মিয়া (২৫), একই গ্রামের বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০) ও মরহুম আলী রাজা মিয়ার ছেলে নিলু মিয়া (৪০)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টমটমের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে আগুয়া গ্রামের কাদির মিয়া ও বদির মিয়ার কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ফিকল, টেটা, রামদা ও বল্লম নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওই গ্রামের ঘটনা স্থলেই নিহত হন। এছাড়া আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে নিহতদের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা