২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন, সরবরাহ বিঘ্নিত

- ছবি - ইন্টারনেট

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগার পর সরবরাহ সাময়িক বন্ধ আছে।

আজ সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বিদ্যুৎ উৎপাদনের একটি লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে সিলেট নগরসহ পল্লী বিদ‌্যুতের আওতাধীন কিছু এলাকায় বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিদ‌্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কা‌দির বলেন, বিদ‌্যুৎ কেন্দ্রে পল্লী বিদ‌্যুতের হাইভোল্টেজের তার ছিঁড়ে স্পা‌র্কিং হয় এবং আগুনের সূত্রপাত হয়। বিদ‌্যুৎ কেন্দ্রের এয়ার ফিল্টারে আগুন লাগে। এর ফলে কয়েক‌টি উপকেন্দ্রে বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সিলেট ফায়ার সা‌র্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথ‌মিকভাকে ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রধান প্রকৌশলী মো: তামজিদ রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডে পিডিবির আম্বরখানা-১ ও আম্বরখানা-২ লাইনের ক্ষতি হয়েছে। এই দুই লাইনের অধিনে থাকা এলাকাগুলো ছাড়া বাকি এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এ দু’টি লাইনের মেরামতে আমরা কাজ করছি। আশা করছি, বিকেল ৩টার আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে ২০২০ সালের ১৭ নভেম্বর এই বিদ‌্যুৎকেন্দ্রে আগুন লেগে নগরের অভ‌্যন্তরে ৩১ ঘণ্টা বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ ছিল।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল