দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ১৩ এপ্রিল ২০২৪, ২০:৪৭
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মিয়া হোসেন (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
তিনি লামাসানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে মিয়া হোসেনের গরু একই এলাকার হেলাল মিয়ার (হেলো) বোরো ধানের ক্ষেতে প্রবেশ করলে একে অপরের বাগ্বিতণ্ডায় হাতাহাতি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনদের সংঘর্ষে ঘটনাস্থলেই মিয়া হোসেন নিহত হন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মিয়া হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।