শ্রমিক-জনতা সকল ঐক্যবদ্ধ হলে কেউ অধিকার কেড়ে নিতে পারবে না : সেলিম উদ্দিন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৪
শ্রমিক-জনতা সকল ঐক্যবদ্ধ হলে কেউ অধিকার কেড়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, বঞ্চিত অবহেলিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পাশাপাশি দেশ বাঁচাতে শ্রমিক কল্যাণকে এগিয়ে আসতে হবে। কুরআনের পক্ষে থাকতে হবে, কুরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করতে হবে, কুরআন ভিত্তিক সমাজ কায়েম করতে হবে।
বুধবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ও পৌর সেক্রেটারি মুনিবুর রহমান পাভেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল সহকারী পরিচালক হাফেজ মাওলানা আহমদ ফারুক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, জেলা দক্ষিণ সহ সভাপতি মুহাম্মদ রেহান উদ্দিন রায়হান।
মাহফিলে আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল খালিক, উপজেলা নায়েবে আমির মাওলানা মস্তফা উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, স্বদেশ সাহিত্য সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সদস্য মুফাচ্ছির আহমদ ফয়েজী, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সাবেক সভাপতি এখলাছ উদ্দিন, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি আশিকুর রহমান হেলাল, মুড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফেজ জসিম উদ্দিন, পৌর উপদেষ্টা সাদুজ্জামান, জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহিল কাফি।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা