২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুস সালাম - ছবি : নয়া দিগন্ত

সিলেটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৯ এর অধিনায়ক মো: মোমিনুল হক। এর আগে, গোপন সংবাদার ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টায় সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুস সালাম (৪০) নগরের লালাদিঘির পার এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি মহানগরের অন্তভূক্ত ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভাল কাজ পাইয়ে দেয়ার কথা বলে এক কিশোরীকে ২২ দিন আটকে রেখে ধর্ষণ করেন আব্দুস সালাম। এ ঘটনায় এসএমপির কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলায় প্রধান আসামি করা হয় আব্দুস সালামকে। এছাড়া আরো কয়েকজনকে করা হয় অজ্ঞাত আসামি। এরপর আসামিদের ধরতে অভিযানে নামে র‌্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদার ভিত্তিতে সোমবার দিবাগত রাত রাত ২টায় সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেফতার করে র‌্যাব।

অন্যান্য পলাতক আসামিদেরকেও গ্রেফতারে অভিযান চললাম রয়েছে বলে জানান মোমিনুল হক। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল