২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজনগরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বসতঘরে ঘুমন্ত অবস্থায় আগুন দগ্ধ হয়ে নূরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় ঘরে অবস্থানরত আরো পাঁচজন দগ্ধ হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামের মরহুম সৈয়দ লাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

নূরজাহান বেগম কুমিল্লার কসবা উপজেলার মরহুম আলী আকবরের স্ত্রী।

দগ্ধরা হলেন নূরজাহানের একমাত্র ছেলে আবুল হোসেন (৪৫), তার স্ত্রী মোছা: স্বপ্না বেগম (৩৫), তিন ছেলে শাব্বির হোসেন আরিফ (১৪), আফজাল হোসেন শফি (১২), শরিফ (৫)।

স্থানীয়রা জানান, খবর পেয়ে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, ফায়ার ব্রিগেডের উপ পরিচালক মো: আলাউদ্দিন, রাজনগর থানা পুলিশ, ফায়ার ব্রিগেড-সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নূরজাহান বেগমের ছেলে আবুল হোসেন জানান, ভোরে সেহরি খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ উত্তাপ অনুভব করলে উঠে দেখি রান্না ঘরের দিকে আগুন জ্বলছে। তাৎক্ষণিক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করলেও আমার বৃদ্ধা মা দগ্ধ হয়ে মারা যান।

রাজনগর ফায়ার স্টেশন ইনচার্জ আলী হোসেন জানান,‘আগন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার ফাইটার টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনে সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ বিষয়টি নিশ্চিত করে জানান,‘আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার ব্রিগেডসহ ঘটনাস্থলে যাই। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে নূরজাহান নামে বৃদ্ধা এ ঘটনায় মারা যান এবং সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল