শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ১
- শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
- ০১ এপ্রিল ২০২৪, ১৩:৫৭, আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১৪:০৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন সংলগ্ন কুতুবেরচক এলাকায় ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম সিদ্দিকী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ কুতুবেরচক এলাকায় এই ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম সিদ্দিকী শায়েস্তাগঞ্জ উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা হাজী সিদ্দিক মুন্সীর ছেলে।
জানা গেছে, শফিকুল ইসলাম সিদ্দিকী বাস থেকে বের হয়ে রেলপথ ধরে হাঁটছিলেন। পথে কুতুবের চক এলাকায় পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস নামে একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শফিকুল ইসলাম কানে কম শুনতেন। ট্রেন হর্ন দেয়ার পরও তিনি রেললাইনে অবস্থান করছিলেন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা