চুনারুঘাটে লাঙ্গুলীয়া ব্রিজ উদ্বোধনের আগেই রাস্তা কেটে ফেললেন এক ইউপি সদস্য
- চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
- ০৪ মার্চ ২০২৪, ১৮:৫৯
চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হরিয়রপুর লাঙ্গুলীয়া ব্রিজের কাজ হলে উদ্বোধনের অপেক্ষায় ছিলেন এলাকাবাসী। নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নামে নেম প্লেট ও লাগানো হয়ছিল।
সোমবার (৪ মার্চ) হঠাৎ করে স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া তার নিজস্ব লোকবল নিয়ে রাস্তার একাংশ কেটে ফেলা শুরু করেন। এর আগে রোববার (৩ মার্চ) বিকেলে ব্রিজের পাশে গর্তগুলো ভরাট করে রাস্তা ও পূর্ণ মেরামত করা হয়েছিল।
জানা যায়, ওই সময় গ্রামের পুরুষ নারীরা বাধা দিলে ইউপি সদস্য জামাল তাদের ওপর চড়াও হয়ে বসেন। এমনকি তাদের গালাগালিও করেন বলে এলাকাবাসী এ প্রতিনিধিকে জানান।
পরে স্থানীয় সাংবাদিক মাসুদ আলমের মাধ্যমে এলাবাসী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
চুনারুঘাট থানার এসআই লিটন ও খোরশেদ আলম ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য জামালকে ফোন করলে তিনি রাস্তা কাঁটার বিষয়টি অস্বীকার করেন।
এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা