২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিরাইয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় চেয়ারম্যানের ভাই কারাগারে

দিরাই প্রবাসীর স্ত্রী ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার আতাহারুল ইসলাম। - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দিরাইয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতাহারুল ইসলাম আতা (৩৩) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ আতাহারুলকে জনতার কবল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর উপজেলার কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আতাহারুল ইসলাম আতা সিলেট জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ও দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলামের ছোট ভাই ও রাজানগর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

প্রবাসীর স্ত্রীর করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দারা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ও দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের ছোট ভাই আতাহারুল ইসলাম কালিনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। মঙ্গলবার দিবাগত রাতে সে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আতাহারুলকে আটক করে। পরে দিরাই থানা পুলিশকে খবর দিলে এস আই অরুপ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার কবল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বুধবার এক সন্তানের মা প্রবাসীর স্ত্রী দিরাই থানায় আতাহারুলকে আসামি করে থানায় মামলা করেন। দিরাই থানা পুলিশ আসামি আতাহারুলকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই অনুজ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা রুজু হওয়ার পর গ্রেফতার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
দ্বিতীয় দিনের উত্থানে পুঁজিবাজার বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া প্রদর্শন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত অ্যাডভোকেট সাইফুল নিহতের ঘটনায় আইআইইউসি ভিসি ট্রাস্টের শোক প্রকাশ ইউনিলিভার বাংলাদেশের সাসটেইনেবিলিটি ব্লু বুক প্রকাশ প্রাইম ব্যাংক ও এফএমওএর ডকুমেন্ট বিনিময় সাউথইস্ট ব্যাংক ও বিডা-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাবি বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ শুধু বিসিএস পরীক্ষার পেছনে না ছুটে উদ্যোক্তা হোন : চবি ভিসি চুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৪ অথবা ২৫ জানুয়ারি

সকল