মাস্টার আব্দুল মান্নানের ইন্তেকালে জামায়াতের শোক
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৭
বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবী মাস্টার আব্দুল মান্নানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট অঞ্চল টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগরী আমির মো: ফখরুল ইসলাম, সেক্রেটারি শাহজাহান আলী, সিলেট দক্ষিণ জেলা আমির অধ্যাপক আব্দুল হান্নান, সেক্রেটারি মো: নজরুল ইসলাম, সিলেট উত্তর জেলা আমির হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাশুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আমির মাস্টার আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা ইমরান আহমদ।
বুধবার এক যৌথ বিবৃতিতে নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবার এবং আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তারা বলেন, ‘মাস্টার আব্দুল মান্নান সমাজের ইতিবাচক পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাওয়া এক গুণী ব্যক্তিত্ব। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার কার্যক্রম প্রশংসনীয়। মহান আল্লাহ তার এই সকল কার্যক্রমকে কবুল করুন।’
উল্লেখ্য, মাস্টার আব্দুল মান্নান একাধারে শিক্ষক, রাজনীতিবিদ ও শিক্ষাণুরাগী হিসেবে এক বর্ণাঢ্য কর্মময় জীবন অতিক্রম করেন। কর্মজীবনে একটি সরকারি ব্যাংকের জগন্নাথপুর শাখার ম্যানেজার হিসেবে যোগদান করলেও পরবর্তীতে চাকুরি ছেড়ে শিক্ষকতার মহান পেশায় আত্মনিয়োগ করেন। তিনি গোয়াইনঘাট জামেয়া ও পিয়াইনগুল জামেয়ার প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দাতা ছিলেন। এছাড়াও তিনি ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে এমপি পদে প্রতিদ্বন্ধিতা করেন। পরে তিনি জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ জেলা কমিটির সদস্য হিসেবে ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা