সাম্প্রদায়িক বক্তব্য : জামালগঞ্জ আ’লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলার নির্দেশ
- সুনামগঞ্জ সংবাদদাতা
- ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:৩৯
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের নির্বাচনী এক জনসভায় সাম্প্রদায়িক বক্তব্য দেয়ার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেনের বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হককে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশ দেয়া হয়েছে।
জানা যায়, কমিশনের উপসচিব (আইন) মো: আব্দুছ সালাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে।
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক বলেছেন, নির্বাচন কমিশনের একটি নির্দেশনা সোমবার পেয়েছি। নির্দেশনা অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ ডিসেম্বর সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (আ’লীগের তিন বারের এমপি) মোয়াজ্জেম হোসেন রতনের নির্বাচনী সভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম. নবী হোসেন। বক্তব্যে তিনি ধর্মীয় এবং সাম্প্রদায়িক আপত্তিকর কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। এতে তিনি নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর বিধি ১১ (ক) বিধিমালা লঙ্ঘন করেছেন বলে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনের প্রতিবেদন দাখিল করেছেন।
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করার জন্য ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেনের ওই বক্তব্যের পর সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী তাকে সশরীরে ৪ জানুয়ারি কমিটির সামনে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। নবী হোসেন ওই দিন কমিটির সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরে কমিটির পক্ষ থেকে প্রতিবেদন পাঠানো হয় নির্বাচন কমিশনে।
উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে ওই দিনের জনসভায় বলেছিলেন, আমাদের মনোনয়ন না দেয়ার কারণ হলো ‘হিন্দু কোটা’। এবার আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু কোটায় ১৫টি সিট দিয়েছেন। তাদের কোটা আছে। এই কোটা প্রথায় ৫০ বছর ধরে সুরঞ্জিত সেনগুপ্ত কোটাগত নির্বাচন করতেন। তার স্ত্রী জয়া সেনগুপ্তাও দুবার নির্বাচন করেছেন।
সুনামগঞ্জ-১ আসনের হিন্দু ভোটারদের উদ্দেশে নবী হোসেন বলেন, আপনারা এখন নৌকার প্রার্থীর জন্য এক হয়ে গেছেন। কিন্তু দিরাই-শাল্লার দিকে চেয়ে দেখুন সেখানে ৩৯ ভাগ হিন্দু ভোট। তারা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তার প্রতীক কেটলিতে ভোট দেয়ার জন্য কাজ করছেন। আমাদের এমপি মোয়াজ্জেম হোসেন রতন গত ১৫ বছর হিন্দুদের যে সুযোগ-সুবিধা দিয়েছেন তা আমরা মুসলমানরা পাইনি। আমাদের আসনে আমরা মুসলমানরা ৮৭ পার্সেন্ট। সনাতনরা মাত্র ১৩ পার্সেন্ট। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, ভগবান আমাদের শাসন করবেন, না আমরা ৮৭ পার্সেন্ট মুসলমান ঈমানি দায়িত্ব পালন করব? যদি ঈমানি দায়িত্ব পালন করেন, তাহলে ৭ জানুয়ারি কেটলিকে ভোট দেবেন।
এম নবী হোসেন ওই দিন আরো বলেন, এবার পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কাকুতি-মিনতি করেছেন তার আপন ভাই আল-আমীন চৌধুরীকে মনোনয়ন দেয়ার জন্য। প্রধানমন্ত্রীকে সবকূল রক্ষা করে চলতে হয়। প্রধানমন্ত্রী তার কথায় জয়া সেনগুপ্তাকে বাদ দিয়ে আল আমীন চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন।
এদিকে ওই সভায়ই জামালগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী তার বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের ইঙ্গিত করে বলেন, ‘আমরা খাই গরুর গোশত আর তোমরা খাও নিরামিশ্যা’। এ বক্তব্যর ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এ ব্যাপারে জানতে চেয়ে ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হকের মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা মোতাবেক মামলার প্রস্তুতি চলছে। দুই-তিন দিনের মধ্যেই সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা মামলা করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা