১৭ পরগনার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
- জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
- ২৯ জানুয়ারি ২০২৪, ২২:৩৩
বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি ও প্রতিনিধিবৃন্দের সাথে আধা ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
জানা যায়, গত ১৯ জানুয়ারি জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মী মিলে জাফলং যাওয়ার সময় সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়। এ সময় তাদেরকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক না পেয়ে উত্তেজিত জনতা কর্তৃক হাসপাতালে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। হাসপাতালের দায়ী চিকিৎসকদের নানা অনিয়ম অব্যবসস্থাপনার সঠিক তদন্ত করে দায়ী চিকিৎসকদের প্রত্যাহার ও তিন শতাধিক মানুষকে মামলা দিয়ে হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয়েছে।
১৭ পরগনার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, বর্ষীয়ান মুরব্বি হাজী এনায়েত উল্লাহ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলি, নিজপাট ইউপি চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, গোয়াইনঘাট ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, বড় চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সহ অন্যরা।
এর আগে ১৭ পরগনার প্রতিনিধিগণ পৃথক পৃথক বৈঠকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সাথে পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৈঠক করেন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত ও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মিয়াসহ অন্যরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা