২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চুনারুঘাটে লাল চান্দ চা-বাগান ফ্যাক্টটরিতে আগুন

চুনারুঘাটে লাল চান্দ চা-বাগান ফ্যাক্টটরিতে আগুন - ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চা-বাগানের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল অনুমান ৬টার দিকে উপজেলার লালচান্দ চা-বাগানের ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

এ সময় প্যাকিং গুদামে মজুত চা–পাতা মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে নষ্ট হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

লালচান্দ চা-বাগান ও চুনারুঘাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৬টায় অগ্নিকাণ্ডের ঘটনা দেখে লালচান্দ চা বাগান ফ্যাক্টরির কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা ফ্যাক্টরির ব্যবস্থাপক ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সাথে নিয়ে প্রায় ৬ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। চুনারুঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে যান। এছাড়াও হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জের আরো দু’টি ইউনিটসহ চুনারুঘাট স্টেশনের একটি ইউনিট দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফ্যাক্টরির মজুত চা–পাতা, বিভিন্ন সরঞ্জামসহ ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, থানা পুলিশসহ গণমান্য লোকজন ঘটনার স্থল পরিদর্শন করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, আমি তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদেরকে সমবেদনা জানাচ্ছি। আমার ধারণা ফ্যাক্টরির শত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

লালচান্দ চা-বাগানের ম্যানেজার মোফাজ্জেল হোসেন জানান, সকালে আগুন দেখতে পেয়ে ফায়ারসার্ভিসে খবর দেয়া হয়। ফায়ারসার্ভিস ও শ্রমিকরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল