২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে মুরগির বাচ্চা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেটে মুরগির বাচ্চা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত - প্রতীকী

সিলেটের বিশ্বনাথ উপজেলায় মুরগির বাচ্চা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে উপজেলার আমতৈল সাদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিলোয়ার হোসেন (৩৫) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিলোয়ার হোসেন ও শামসুন নাহারের (২৮) বাড়ি পাশাপাশি। শামসুন নাহারের পালন করা দুটি মুরগির বাচ্চা প্রতিবেশী দিলোয়ারের বাড়িতে যায়। এতে ওই বাড়ির পরিবেশ নষ্ট হয় বলে দিলোয়ারের পরিবারের অভিযোগ। এ নিয়ে আগেও তাদের বাগবিতণ্ডা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শামসুন নাহার মুরগির বাচ্চাগুলো খুঁজে না পেয়ে অভিযোগ করেন, দিলোয়ারের পরিবারের সদস্যরা বাচ্চাগুলো চুরি করেছেন। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামসুন নাহার ও তার পরিবারের সদস্যরা দিলোয়ারের পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এ সময় ছুরিকাহত হন দিলোয়ার। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলোয়ারকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী শনিবার বলেন, মুরগির বাচ্চা ঘরের পরিবেশ নষ্ট করছে- এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধে ছুরিকাঘাত করা হয়েছে। এতে দিলোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই থানায় অভিযোগ দিয়েছেন। শামসুন নাহার ও তার বাবাকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল