২ সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা, আটক মা
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৪, ১১:৫১, আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১২:২৪
মৌলভীবাজারের কুলাউড়ায় চার বছরের যমজ দুই ছেলে সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে রিমা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করে পুলিশ। এর আগে ভোর রাত ৪টার দিকে উপজেলার বরমচালের ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনাটি ঘটে।
রিমা বেগম আবুধাবি প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী।
বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রোববার ভোর রাত ৪টার দিকে বাচ্ছু মিয়া স্ত্রী ও সন্তানদের বিছানায় দেখতে না পেরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি রিমা বেগমকে বাড়ির পাশের পুকুরে সন্তানদেরকে ডুবাতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের মানুষ এসে শিশু দু’টিকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ‘রিমা বেগম মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন ছিলেন।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কৌশেনু জানান, ‘বসতঘর থেকে ১ শত ফুট দূরত্বের একটি পুকুরে শিশু দু’টিকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। তবে মা মানসিক ভারসাম্যহীন কি-না যাচাই বাছাই চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা