৫০ বছরের আবর্জনা পরিষ্কারে নামলেন ব্যারিস্টার সুমন এমপি
- মো: মিজানুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ)
- ১৯ জানুয়ারি ২০২৪, ১৯:০৪
সংসদ সদস্য নির্বাচিত হবার পর এই প্রথম নিজ শহরের পরিত্যক্ত মরা খোয়াই নদী পরিষ্কারে নেমেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এর মধ্য দিয়ে তিনি জনপ্রতিনিধি হিসেবে নিজের কার্যক্রম শুরু করলেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই তিনি নিজের শহর হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণাচরণ পাইলট হাই স্কুলসংলগ্ন পরিত্যক্ত খোয়াই নদীতে জমে থাকা ৫০ বছরের আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। এতে সহায়তা করছেন বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় সাড়ে ৭ শত কর্মী।
জানা যায়, চুনারুঘাটের ঐতিহ্যবাহী পুরানো খোয়াই নদী পরিস্কার করা ছিল বারিস্টার সুমনের নির্বাচনী অঙ্গীকার। অঙ্গীকার বাস্তবায়নে নিজে ও পরিচ্ছন্ন কর্মীদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক, ইউটুবার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি ও সাধারণ জনগণ। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এ কাজ চলে।
এমপি বলেন, ৫০ বছরের এ ময়লা পরিষ্কার কাজ শুরু করছি, ইনশাল্লাহ শেষ করব। একে একে আমার নিবার্চনের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ের চেষ্টা করবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা