২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চুনারুঘাটে শীতে অতিষ্ঠ চা শ্রমিকসহ বনাঞ্চলের মানুষ

- ছবি : নয়া দিগন্ত

সারাদেশের ন্যায় চুনারুঘাটে ও প্রচন্ড শীতের তীব্রতা ও হাড় কাঁপানো শীতে চা শ্রমিক এবং বনাঞ্চল এবং নিম্ন আয়ের মানুষরা কাবু হয়ে পড়ছেন। গত কয়েকদিনের প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। এতে শিশু ও বয়স্কদের অনেকেই ঠান্ডাজনিত রোগে ভুগছেন। গত তিনদিন ধরেই দিনে সূর্যের তেমন আলো দেখা যাচ্ছে না। চা বাগান ও বনাঞ্চল অধ্যুষিত চুনারুঘাট উপজেলায় নিম্ন আয়ের লোকদের মধ্যে গরম কাপড়ের অভাব দেখা দিয়েছে।

অন্যদিকে, পর্যাপ্ত শীতের কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন ওই অঞ্চলের চা শ্রমিকরা।

শনিবার সকাল ৯টায় উপজেলায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। প্রকৃতির অরণ্যানি, গাছ গাছালি ও সবুজে ঘেরা থাকায় চা বাগান সমূহে সাধারণত শীত, মৃদু বাতাস ও ঘন কুয়াশাও তুলনামূলক বেশি। ফলে শীতের প্রচন্ডতায়-ঠান্ডায় কাবু হয়ে পড়েন বস্তির নিম্ন আয় ও চা শ্রমিকদের একটি বড় অংশ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে হাড় কাঁপানো শীতে তারা খুবই কষ্টে দিনযাপন করছেন। কনকনে শীতের কারণে বয়স্ক ও শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগও বাড়তে শুরু করেছে।

সরেজমিনে চা শ্রমিকরা জানান, ‘স্বল্প আয় থাকায় গরম কাপড় কেনা তাদের অধিকাংশেরই সামর্থ্যের বাইরে। শীত নিবারণে চন্ডীছড়াসহ উপজেলার বিভিন্ন ফুটপাতের উষ্ণ কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন চা জনগোষ্ঠীসহ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।’

চাকলাপুঞ্জি চা বাগানের বৃদ্ধ মহিলা চা শ্রমিক রিশি কালিন্দি বলেন, ‘আমরা অনেক অভাবী। খুব ঠাণ্ডা লাগছে, আমাদের গরম কাপড় নাই, আমাদের মজুরি কম। মজুরি বাড়ছে না, খুব কষ্টে আছি।’

ওই বাগানের শৈলেন কালিন্দি বলেন, ‘তার ছেলে-মেয়ে ও নাতি-নাতনী মিলিয়ে পরিবারের ২০ জন সদস্যর মধ্যে মাত্র পাঁচজন করে ১৭০ টাকা মজুরি হারে উপার্জন করেন। এতে পরিবারের খরচ যোগানোই সম্ভব হয় না। তার ওপর গরম কাপড় কিনবো কিভাবে। তাই শীত নিবারনে পুরাতন কাপড় দিয়ে জীবন বাঁচাই।’

চন্ডীছড়া বাংলোর সামনে হাটে দেখা যায়, উষ্ণ কাপড় ক্রেতা শিশু, নারী পুরুষের উপচেপড়া ভিড়।

পুরাতন কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, ‘সাপ্তাহে প্রতি বৃহস্পতিবার তলববারে শ্রমিকদের জন্য গরম কাপড় নিয়ে আসি। এখানে বিক্রয় করা হয় মাফলার-৬০ কানটুপি-২৫, চাদর-৮০, ট্রাউজার-৬০, জেকেট-১০০/১৫০-সহ শীত নিবারণের বিভিন্ন উষ্ণ কাপড়। যেখানে শিশু, যুবক, যুবতী, বৃদ্ধাসহ সকল মানুষের কাপড় পাওয়া যায় সুলভ মূল্যে। কমদাম হওয়ায় বিক্রি ও হয় বেশ ভালো।

চা শ্রমিক মনি দাস জানান, ‘গত তিনদিন থেকে প্রচণ্ড শীত বেড়েছে। আর বাতাসের সাথে তীব্র শীতে তাদের শারীরিক অবস্থা আরো খারাপ হয়েছে। শীত জনিত রোগ বাড়ছে। গরম কাপড়ের অভাবে চা বাগানের শিশু থেকে বৃদ্ধরা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে।’

কাপড় ক্রয় করতে সমিত্র কালিন্দীনির সাথে কথা বললে তিনি জানান, ‘কম মূল্যে মোটামুটি একটু ভালো কাপড় পাওয়া যায় এখানে তাই নিজে ও পরিবারের সদস্যদের শীত নিবারণ করতে প্রায়ই আসি এখানে। এছাড়াও এসব পরিবার সদস্যরা ঘরের ভেতরে ও বাইরে খড়খুঁটো দিয়ে আগুন জ্বালিয়ে সময় কাটান।’

চা বাগান কর্তৃপক্ষ, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগেও এ বছর কোনো শীতবস্ত্র বিতরণ হচ্ছে না। চা বাগানের প্রায় ৮৫ শতাংশেরই খুবই দুঃখ-কষ্টে দিনযাপন করতে হচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করেন।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল