২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাতীর জনকের ম্যুরালে ফুল দিতে গিয়ে আ’লীগের ২ গ্রপে সংঘর্ষ, আহত ১

জাতীর জনকের ম্যুরালে ফুল দিতে গিয়ে আ’লীগের ২ গ্রপে সংঘর্ষ, আহত ১ - ছবি : নয়া দিগন্ত

সিলেটের বালাগঞ্জে জাতীর জনকের ম্যুরালে নব নির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ফুল দিতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সামনে এ ঘটনা ঘটে।

আহতের নাম ছোটন মিয়া (৩২)। তিনি দেওয়ানবাজার ইউপি যুবলীগের কর্মী বলে জানা গেছে। ঘটনার পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করিয়েছেন।

জানা যায়, সিলেট-৩ আসনে নব নির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব ফুল দিতে আসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাকুর রহমান মফুর গ্রুপের নেতাকর্মীরা এমপি হাবিবকে ম্যুরালে ঘিরে রেখে ছবি তুলতে থাকেন। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়ার গ্রুপের নেতাকর্মীরা একটু দূর থেকে ভুয়া ভুয়া, মোনাফিক মোনাফিক শ্লোগান দিতে থাকেন। অপর দিকে ম্যুরালের কাছ থেকে সভাপতি গ্রুপের কোনো একজন গ্রুপ লিডারের নামে শ্লোগান দেয়। তখনি শুরু হয় উভয় গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ, কিল ঘুষি, হাতাহাতি। এতে আহত হন যুবলীগ কর্মী ছোটন মিয়া। তাৎক্ষণিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাকে উদ্ধার করে বালাগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অন্যদিকে এমপি হাবিব আনহার মিয়া গ্রুপের নেতাকর্মীদের সাথে ছবি না তুলে উপজেলা প্রাঙ্গণ পরিত্যাগ করেন।

বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দীন সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, ম্যুরালে ফুল দেয়ার সময় ছবি তুলতে গিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। একজন হালকা আহত হয়েছেন, চিকিৎসা করানো হয়েছে।

বালাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: বদিউজ্জামান বলেন, এমপি মহোদয় জাতির জনকের ম্যুরালে ফুল দেয়ার সময় কোনো মারামারির ঘটনা হয়েছে বলে আমার জানা নেই।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল