সিলেট-৬ : বিজয়ী নুরুল ইসলাম নাহিদ, হারলের শমমের মবিন
- সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)
- ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৫৬, আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:১৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন এবং তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে হারিয়েছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২৯ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কানাডা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন স্বতন্ত্র (ঈগল) পেয়েছেন ১৮ হাজার ৪৫৮ ভোট। তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ) পেয়েছেন ১০ হাজার ৪১৯ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (লাঙ্গল) সেলিম উদ্দিন পেয়েছেন ২ হাজার ৪৫২ ভোট। ইসলামী ঐক্যজোট (আইওজে) থেকে সাদিকুর রহমান (মিনার) পেয়েছেন ৪২১ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে আতাউর রহমান (ছড়ি) পেয়েছেন ১০৮ ভোট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা