সুনামগঞ্জ-৫ : টানা চতুর্থবার বিজয়ী মুহিবুর মানিক
- সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
- ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নৌকা প্রতীকে এক লাখ ১৯ হাজার ৪০৩ ভোট পেয়ে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে মুহিবুর রহমান মানিক।
রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে তাকে বিজয় ঘোষণা করা হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৮৮৮টি ভোট।
এর আগে, মুহিবুর রহমান মানিক সর্বপ্রথম ১৯৯৬ সালে প্রথম নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি।
ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার ২২টি ইউনিয়নের ১৬৪টি কেন্দের মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৯৯ জন। এতে ভোটাধিকার প্রয়োগ করেন দুই লাখ ১৩ হাজার ৩৭৭ জন। মোট প্রার্থী ছিলেন নয় জন।
এর মধ্যে, নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে একজন, লামাসানিয়া মাদরাসা কেন্দ্রে একজন, বড়খাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দু’জন ও বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নেতরছৈই) কেন্দ্রে একজন আটক হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা