২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে ৬টির ৫টিতে নৌকার জয়, ৭ প্রার্থীর ফলাফল প্রত্যাখান

সিলেটে ৬টির ৫টিতে নৌকার জয় - ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলার সবগুলো আসনেই ফলাফলে শাসকদল আওয়ামী লীগের প্রার্থীদের জয়জয়কার। জেলার ছয়টি আসনের পাঁচটিতে নৌকার প্রার্থী জিতেছে। তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরাই। একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আল ইসলাহ’র সভাপতি।

সিলেট-১ (নগর-সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তার সাথে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি কোনো প্রার্থী। প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। তারা হলেন- আবদুল বাছিত (ছড়ি), ইউসূফ আহমদ (আম), ফয়জুল হক (মিনার) ও সোহেল আহমদ চৌধুরী (ডাব)।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৮৮ হাজার ৪০৫টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান মুহিব ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৩৬টি, জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল প্রতীকে ৬ হাজার ৮৩৭টি। অপর দুই প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান ও তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক জামানত হারিয়েছেন।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান পেয়েছেন ৮০ হাজার ৫৫টি ভোট। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক্টর) পেয়েছেন ৩৫ হাজার ৪০৫টি ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বী অপর চার প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম), ইসলামী ঐক্যাজোটের প্রার্থী মো: মইনুল ইসলাম মিনার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ।

সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ পেয়েছেন ৫৮ হাজার ৭৮৭টি ভোট। তৃণমূল বিএনপি প্রার্থী মো: আবুল হোসেন (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২১৯টি, ইসলামী ঐক্যজোট প্রার্থী মো: নিজাম উদ্দিন (মিনার) পেয়েছেন ১ হাজার ১২৬টি ভোট।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী কেতলি প্রতীকে ভোট পেয়েছেন ৪৪ হাজার ৭৯৫টি। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৫১টি ভোট ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ড. আহমদ আল কবীর (ট্রাক) পেয়েছেন ১৯ হাজার ৯৬৭ ভোট।

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ৭৫৮টি। এর মধ্যে বিয়ানীবাজার উপজেলার ৮৯ ভোট কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ২৭ হাজার ২৯২ এবং গোলাপগঞ্জ উপজেলার ১০৩ কেন্দ্রে ২৯ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন দুই উপজেলার মোট ভোট পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮টি। এছাড়া লাঙ্গল প্রতীকে সেলিম উদ্দিন মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৫৭৯টি, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সোনালী আঁশ প্রতীকে ১০ হাজার ৯৩৬টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি) ১৬৮টি এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার) ৬২২ ভোট পেয়েছেন।

ফলাফল প্রত্যাখান সাত প্রার্থীর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে ভোট বর্জন ও ফলাফল প্রত্যাখান করলেন বর্তমান ও সাবেক দুইজন সংসদ সদস্যসহ মোট সাতজন প্রার্থী। তারা সকলেই নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন।

ভোট বর্জনকারীরা হলেন, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) গণফোরামের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক। সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আওয়ামী লীগ নেতা ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী দুলাল। এছাড়া সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সাংবাদিক মো: আবুল হোসেন।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল